Shopnobilap
ভালবাসি বলতে পারিনি

ভালোবাসি, বলতে পারিনি

কিবা আসতো যেতো যদি বলতাম আমি তোকে ভালবাসি? হয়তো দূরে সরে যেতি, হয়তো কখনো কথা বলতি না, এতোটুকুইতো!  তবুও ভালো হতো অন্ততো আজ ১০টি বছর তোকে ভালবসার কথাটা বলতে না পারার ব্যাথা বুকে বয়ে নিয়ে ঘুরতে হতোনা |

বন্ধুত্তের দোহায় দিয়ে আজ ও আমাকে দূরে সরিয়ে রাখলি, এটাযে কতটা জন্তনার একদিন ঠিক বুঝতে পারবি। ভালোবাসার মানুষ কে দেখতে পেয়েও কথা বলতে না পারা, একটু সময় কাটাতে না পারার জ্বালা যে বিষাক্ত সাপের সোবলে আক্রান্ত মানুষের চেয়ে প্রখর!

মাঝে মাঝে তোর জন্য আমার খুব কষ্ট হয়, খুব আফসোস হয় জানিস তো। এইভেবে যে, একদিন তুই ঠিক বুঝবি যে আমি তোকে ভালবাসি। হয়তোবা আমি থাকবোনা, হয়তোবা সেই সময়টা থাকবেনা। আমারতো মনে হয় তুই আমার ভালবাসা অনুভব করার পর ও আমাকে বার বার দুরে ঠেলে দিয়েছিস, যদি তাই হয় তবে মনেরাখিস, একদিন আমার কাছে তোর ঠিক আসতে হবে | আজ পর্যন্ত যে কথাটা আমি তোকে বলতে পারিনি, সেই কথাটা তুই আমাকে বলবি|

তুই সব সময় চেয়েছিস আমি যেনো তোকে শুধু মাত্র বন্ধু মনে করি | বিশ্বাস কর আমি সত্যিই অনেক চেস্টা করেছি তোকে বন্ধু বলে সম্ন্ধোন করতে কিন্তু কেনো জানিনা পারিনি। অনেক কিছু ভেবেছি, অনেকভাবে চেষ্টা করেছি তোর সাথে সব কথা শেয়ার করতে, বন্ধুর মতো চলতে। কিন্তু যখনি তোর সামনে গিয়েছি কিছু বলার জন্য, কেনো জানিনা আমি পারিনি, ফিরে এসেছি বার, বার। কিভাবে পারবো বল, তিলে তিলে তর জন্য যে ভালবাসা হৃদয়ে লালন করেছি সেই তোকে আমি কিভাবে বন্ধু মনে করে চলবো ? আমি যে বন্ধুন্তু এবং ভালবাসা কে একই ভাবে দেখে পারিনি , বিবিচনা করতে পারিনি |

সেই তোর একটুকু নির্দেশনা, জে এটা করিস না, ওটা করিস না, এভাবে হাটিস না, এভাবে চল, এভাবে কথা বলতে হয়না, আর কখনো এরকোম আচারন করবিনা, আর আমার প্রতি তোর এতটুকু যত্ন বন্ধুত্তকে দূরু সরিয়ে তোর জন্য ভালোবাসা সৃষ্টি করেছে। আমার কি দোষ বল, আমিতো চেস্টা করেছি তোকে বন্ধু ভাবতে, কিন্তু পারিনি।

তাইত প্রতিগ্গা করেছি যে ,এতটুকো জীবনে যখন বন্ধু ভাবতে পারিনি, তখন বাকি জীবনটা ও বিথা চেষ্টা করবোনা। আমি বাকি জীবনটা তোকে ভালবেসেই কাটাতে চাই। হয়ত তুই আমাকে দুরে সরিয়ে রাখবি তবু ও ভালো | আমি না হয় তোকে দুর থেকেই ভালোবাসবো।

আমি আজ অনেক দুরে, চাইলেই হয়তো তোকে দেখতে পাবোনা, চাইলেই কথা বলতে পারবেনা। তেমনি ইচ্ছা করলেও তোর কথা মনে হলে একফোটা চোখের জল ধোরে রাখতে পারবোনা। আজ সবকিছু থাকা সত্তেও সুধুমাত্র তোর অনুপস্তিতে আমার সবকিছু এলোমেলো। তোর কাছা কাছি থাকা সত্তেও আমার উপস্থিতি তোর মনে এতটুকুও অনুভুতির জন্ম দেয়না | তার চেয়ে ভালো আমি তোকে ছেড়ে দুরে আছি, দুরেই থাকব, আর দূর থেকেই তোকে ভালবাসব | হয়তো এটায় প্রকৃতির নিয়ম।

হয়তো ভালোবেসে কষ্ট পাওয়া এবং ভালবাসি কথাটা বলতে না পারা মানুষগুলোর দল ভারী করলাম | তবু ও এমন কেউ কি যে এই মানুষ গুলোর কষ্ট বুঝবে, অনুভুতি গুলোর একটুকু মুল্য দিবে ??? তুই আমাকে বন্ধু মনে করে সারাটা জীবন কাটাতে চাস , আমি তোর ইছে বাধা দিবনা , আমি কে বল তর ইছে বাধা দিব ? আমাকে তর ভালবাসতে হবেনা তুই বন্ধু মনে করে থাকিস তবু ও আমাকে ভুলে যাস না প্লিজ ! তোর কাছে একটায় অনুরোধ কখনো যদি একটু সময় হয়, আমার পড়ার রুমটা একবারের জন্য হলেও ঘুরে আসিস, আমার  বসার জায়গাটায় বসিস আর টেবিলে হাত রেখে সামনের আয়নার দিকে একটু তাকিয়ে থাকিস। হয়তো একটু সময়ের জন্য হলে ও আমার ভালবাসা অনুভব করতে পারবি|

আমার এই ওগোছালা পরার ঘর আর অগোছালো টেবিলের প্রতিটি বইয়ের প্রতিটি পাতা তোকে ভালবাসার শেষ নিদর্শন। আমি যে সারাক্ষন ওদের আমার না বলা ভালবাসার গল্প শুনাতাম!

4.7/5 - (4 votes)
x