Shopnobilap

Mojar golpo কি?

Mojar golpo বলতে যে ছোটগল্প পাঠে আমারা অনেক বেশি আনন্দ পাই বা যে ছোটগল্প পাঠে আমাদের অনেক হাসি পায়। আমাদের জীবনের এমন অনেক ঘটনাই থাকে যা আমাদের হাসতে বাধ্য করে, বা এমন কিছু মানুষ আছে যাদের আচার আচরণ কথা বলা সবকিছু আমাদের হাসিয়ে থাকা। সেই সমস্ত মানুষ সৃষ্ট ঘটনা ও স্মৃতির পাতার সেই সমস্ত ঘটনা যখন কোনো সহজ ভাষায় গল্প আকারে প্রকাশ করা হয় এবং তা থেকে হাস্য রস বেরিয়ে আসে তখন তাকে মজার গল্প বলা হয়ে থাকে। মজার গল্প শুধু মাত্র মানুষ কে আনন্দ দেয়ার জন্যই তৈরী করা হয়ে থাকে!

মজার গল্প

এমন মজার Mojar golpo আমার কাছে অনেক আছে। একটা মজার গল্প শোনো, একদিন স্কুল শেষে বন্ধুরা সবাই মাইল বড়ো রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখলাম রাস্তার অন্য পশে এটা লোক একটা মেয়েকে অনেক বোকা ঝকা করছে আর মেটা কাঁদছে। এইটা দেখে মেয়েটার প্রতি আমাদের অনেক মায়া হলো আর ওই লোকটার ওপর অনেক রাগ হলো। তাই দেরি নাকরে সবাই ছুতে লোকটার পশে গিয়েই মারধর শুরু করেদিলাম, লোকটা ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু পারলোনা আমরা লোকটাকে শক্ত করে ধেড়ে ফেললাম সেই সাথে অনেক মারধরও করলাম, এমন সময় লোকটা বলে উঠলো ওই মেয়েটা একটা চোর, তার পেন্টের পকেট থেকে মানি বেগ চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এইটা শুনে পশে তাকিয়ে দেখলাম মেয়েটা নেই পালিয়েছে, সাথে সাথেই আমরাও যে যার মতো দৌড়ে পালালাম। কারণ আমরা ঘটনাটা ভালো ভাবে নাজেনি লোকটাকে অনেক মারধর করেছি তাই সবাই অনেক ভয় পেয়ে গেছিলাম। তারপর আর কোনো দিনও ওই লোকটার সাথে দেখা হয়নাই,,,
x