Shopnobilap

sesh chithi কি?

sesh chithi হলো সেই চিঠি যা চিঠি কারো কাছথেকে শেষ বারের মতো পাই, বা কেউকে শেষ বারের মতো লিখে থাকি। প্রিয় মানুষের কাছথেকে পাওয়া শেষ চিঠি সব সময়ই আবেগ ময় এবং কষ্টের হয়ে থাকে! কখনো কখনো তা ভুল শিকার, ক্ষমা চাওয়া ও চিরো বিদায় এর জন্যও লেখা হয়ে থাকে। ভালোবাসার শেষ চিঠি প্রেমিক/প্রেমিকার কাছে আবেগ ময় এক স্মৃতি হয়ে তোলা থাকে। বাংলা সাহিত্যে শেষ চিঠি একটা নতুন মাত্রা যোগ করেছে, এটি ছোট গল্প আকারে পাঠকে আনন্দ দিয়ে থাকে। তাই বাংলা সাহিত্যে এর গুরুত্বও অনেক।

শেষ চিঠি

Bangla sesh chithi অনেকটা এমন হয়ে থাকে, আজ দুই যুগ পর আবারো তোমার কথা মনে পড়ছে, আমার সংসার জীবনের চব্বিশ বছর আজ, জীবনে অনেক কিছু পেয়েছি, হারানোর খাতায় শুধু তুমি! কিন্তু দেখো শুধু তোমাকে নাপাওয়াটাই আমার জীববের বড়ো অপূর্ণতা হয়ে আছে! আমার সংসারে সবই আছে কিন্তু সব থেকে বেশি যেটা দরকার সেই ভালোবাসাটাই নেই। জানো, আমার মেয়েটা অনেক বড়ো হয়ে গেছে আর অনেক সাহসী ও, আমার মতো ভীতু না। ওর বিয়ের জন্য পাত্র দেখছিলাম কিন্তু ও আমাদের কিছু নাজানিয়ে ওর পছদের ছেলের সাথে পালিয়ে গেছে। যেটা আমি পারিনি সেটা আমার মেয়ে করে দেখিয়েছে! আজ এতো বছর পর আমাকে ভাবতে বাধ্য করছে কেনোযে সেদিন এই সাহসটা আমার হলো না? আর কিছু পাই বা নাপাই সারা জীবন একটু ভালোবাসা তো পেতাম! জানিনা কেনো এতো দিন পর আমি এইসব কথা বলছি, যানিনা তোমার ঠিকানা আগের টাই আছে নাকি বদলে গেছে, আমার এই শেষ চিঠি টা তোমার হাত পর্যন্ত পৌঁছবে কিনা? তুমি কেমন আছে কি করছো আমি কিছুই যানিনা। তবে যদি পারো আমাকে মাফ করে দিয়ো, সেদিন তোমার ডাকে ঘর ছাড়তে নাপাড়ার জন্য!
x