Shopnobilap

vuter golpo কি?

vuter golpo বলতে যে সমস্ত গল্প পাঠে আমরা ভয় পেয়ে থাকি। সাধারণত আমরা জানি ভুত বলতে কিছুই হয়না সবই আমাদের মনের ভুল মাত্র, কিন্তু তাও আমাদের সাথে মাঝে মাঝেএমন কিছু ঘটনা ঘটে যায় যার সহজ কোনো ব্যাখ্যা আমাদের কাছে থাকেনা। এই সমস্ত ঘটে যাওয়া ঘটনা গুলোই ভয়ের সৃষ্টি করে থাকে, তা থেকে তৈরী গল্প গুলোই মূলত ভয়ঙ্কর বা ভুতের গল্প হিসাবে পরিচিত। তবে এই ধরণের ছোটগল্প মানুষকে ভয় দেখানোর জন্য নয় বরং ভুতের গল্প পাঠে পাঠক আনন্দিত ও রোমাঞ্চিত হয়ে থাকে। তাই এই ধরণের ছোটগল্পের একটা চাহিদা সৃষ্টি হয়েছে।

ভুতের গল্প

vuter golpo সব সময় ভয়ঙ্কর হয়, কিছু কিছু ভুতের গল্প আছে যা শুনলে শরীরে লোম দাঁড়িয়ে যায়। আমার জীবনেও এমন একটা vuter golpo আছে, আজ থেকে প্রায় ছয় বছর আগের কথা একদিন খালা মনির বাসা থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, একেতো গ্রামের রাস্তা তারপর চারিদিকে কালো অন্ধকার হয়ে গেছে। আশেপাশে কোনো মানুষ নেই শুধু ঝোপঝাড় আর থমথমে পরিবেশ, অনেক শব্দ করে ঝিঁঝিঁ পোকা ডাকছে আমার কাছে কোনো টর্চ ছিলোনা। একটু একটু ভয় পাচ্ছিলাম কারণ এর আগে কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। কিছুটা পথ আসা পর একটা বিকট পঁচা গন্ধ লাগলো, আমার দম বন্ধ হয়ে আসছিলো মনে হলো কেউ একজন আমার বুকে চাপ দিয়ে ধরে আছে, আমি চলার সময় পশে থেকে কিছু কিছু অদ্ভুত শব্দ আসছিলো, আমি থামলে শব্দ গুলোও থেমে যাচ্ছে। মনে হলো আমার সাথে সাথে কেউ একজন হাটছে, আবার সত্যি সত্যি আমি অনেক ভয় পেলাম। ঘামে পুরো শরীর ভিজে গেছে, আমার হাত পা সব কাঁপছিলো ভালো মতো হাটতে পারছিনা শুধু এদিক ওদিক দেখার চেষ্টা করছি কোনো মানুষ জন আছেকিনা, হঠাৎ করে আমার সামনে দিয়ে অনেক সাদা কীজেন একটা পালালো! আমি ভয় পেয়ে চিত্কার করে মাটিতে পরে গেলাম, পরে বুঝতে পারলাম ঐটা বিড়াল ছিলো। মনে একটু সাহস পেলাম, আর একটু পথ যেতেই একটা মানুষের দেখা পেলাম বাকিটা পথ ওনার সাথেই চলে গেলাম।
x