Shopnobilap
গোধূলি বেলা

গোধূলি বেলা

বিশালতা তুমি আমার, নেই কোনো শৃঙ্খলা।
নোই শঙ্খ চিল, তবে কেনো এই ডানা মেলা?
আবেগী মন আমার, অসমাপ্ত যত ইচ্ছা।
নির্ঘুম চোখ সংশয়ে ভরা, মিথ্যা যাকিছু আমার অর্জন।
স্তরে স্তরে জমা স্বপ্ন হারিয়ে আমি আজ মূল্যহীন,
শেষ বেলায় তোমার স্পর্শে
একটুকরো চাপা আলোয় আলোকিত আমার পৃথিবী!

পরন্ত বিকেলে নিঃশ্চিন্ত এক ডুব রংয়ের মেলায়!
সাঁঝের স্নিক্ধ বাতাসে মোর স্বপ্ন দোলায়!
সন্ধ্যা তুমি জানো কি? তোমার সুন্দোর্য চোখে মেখে কত মন ভালো হয়।
তোমার শীতল হওয়ার স্পর্শে কত সম্পর্ক অটুট থাকে।
কত ভাঙ্গা স্বপ্ন জোড়া লাগে
তোমার হারিয়ে গিয়ে বার বার ফায়ার আসা দেখে।
আমি ভেবেই পাইনা তুমি এতো সুন্দর তাও নিরাকার কেন?
কনো তোমায় জমাতে পারিনা?

তুমি নিটোল স্বচ্ছ! বহুদূর তোমার বিচরণ,
এপাড়ে মুখধো আমি শান্ত আমার মন।
শত লক্ষ্য কোটি বছর পরেও তুমি বদলাওনি,
বদলায়নি তোমার রূপের ছটা!
আমরণ যৌবন তুমি কোরিয়াছো ধারণ
স্বপ্ন ফেরী করে বাচাও হাজারো প্রাণ!

Bangla kobita

5/5 - (1 vote)

Nafis Ahamed

x