Shopnobilap
সেই তুমি
সেই তুমি

সেই তুমি

অনুরাগে মাখা মন
আত্মে কর ধারন,
জানে কী কোন জন,
কোন খন ভেবেছো কী
আত্ম তৃপ্তি মেটাবে কোন প্রাণ।
হাজারো প্রশ্নে সাজিয়েছি গান,
গোধুলী বেলার রোদ মেখে
তা করিবো তোমায় দান।
তোমাতে ভাবিলে মন উতালা এখন
হারায় সীমানা, পায়না দিশা।
শত পথ অতিক্রান্তের পড়ে
প্রথিকের প্রাণে ক্লান্তি নাহী ফেরে,
দেহে বল মনে জোর জাগায় ভালবাসা
তাহাতে হারিয়ে আমি বেধেছি যে বাসা।

চাহিয়া মন বারিয়েছি হাত
মিলিয়া প্রাণে জাগাও প্রভাত।
নিশিতে অতি স্বপ্নে বিভর!
খুঁজে ফিরি অস্তিত্ব তোমার অরণ্যে,
গভীরও সুমদ্রে আকাশে বাতাসে,
মাটিতে মিশে আছে চিরো অম্লান ভালবাসা।
আমি জাগাবো তা বিশালো রুপে
ছড়িয়ে দেবো তোমারো মাঝে।
তুমি থাকো খনে দূরে যদি
খুঁজে পাবে এ হৃদয়ের হাসি মাখা গান।
বর্নিল রং ছড়িয়ে সেজেছো তুমি,
বর্নহীন বর্ণনা তোমার ঠোঁটে।
ভরের সুর্য ন্যায় সুন্দর তম
ফুল বাগান করে রেখেছো নিজেকে।
সেই তুমি সামনে এলে,
শিশির ভেজা ছোয়া ভালবাসা নিয়ে
ছুঁয়ে যায় এ মন নব জাগরণে।
অন্ত নিহীতো মন উতালা এখন,
ছড়িয়েছি জাল
দিবা নিশি ভালবাসায় মাতাল।
যাহারো লাগিয়া তাহা,
তোমারো লাগিয়া বিলিনো এ মন।

আরো কবিতা পড়তে এখানে ক্লিক করুন Kobita

Thanks for Recommend!

Nafis Ahamed

x