Shopnobilap
ভালোবাসায় সত্য

ভালোবাসায় সত্য

যানো কবি! আমি তোমার কবিতার প্রেমে পরেছি,
তুমি না চাইলেও আমি তোমার কবিতার ছন্দ হতে চেয়েছি।
দেখেছিলাম সেদিন খুব কাছ থেকে,
মনে হচ্ছিলো নাযানি কতদিনের চেনা তোমার ওই মুখ,
চেয়েছিলাম তোমার পানে, করেছিলাম ভালোবাসা আদান প্রদান চোখ রেখে চোখে।

বলেছিলে তুমি হাতটি ধরে “ভালোবাসি তোমায়”
হবেতো এই চলার পথ দীর্ঘ?
পরেছিলাম তোমার প্রেমের মায়ায়,
বুঝিনি তা শেষ হবে এবেলায়।

যানো কবি আজও মনে পরে সেই বিকেলটা,
তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলা, পারি দেওয়া সেই দিগন্ত!
তোমার চোখের চোখ রেখে প্রেমের কথা বলা।

ছিলনা তো সেদিন বৈশাখ, তবুও কেনো উঠেছিল ঝড়?
হয়ে গেল সব এলোমেলো, হয়ে গেলে তুমি আপন থেকে পর।
শুরুতেই শেষ এই নয় বেশ, আর কি মোর চাই।
চেয়েছিলাম যারে পাইনিতো তারে, আর চাওয়ারতো কিছুই নাই।

যানো কবি আজও আমি শুধু তোমায় ভালোবাসি,
তাইতো অপেক্ষা করি।
একটা নজর দেখার জন্যে ছটফটিয়ে মরি।

মনটা বড় বেহায়া কবি, বার বার চায় তোমায়,
শেষ বেলা এসে কপাল আর পরিস্থিতি হলোনা মোর সহায়।
ভালোবেসে মোর হয়েছিল ভ্রম, হারিয়েছিলাম দিশা।
পাবোনা যেনেও চেয়ে এসেছি,
এটাই তো সত্যিকারের ভালোবাসা।

আরো ভালোবাসার কবিতা পড়ুন এখানে

5/5 - (1 vote)

Nira Nashrat Islam

x