বৃক্ষ, তুমি কত মহান!
রয়েছে তোমার শাখা-প্রশাখা,
মূল পাতা কান্ড ফুল আর ফলেতে বিরাজমান।
তুমি নির্বাক, নেই তোমার চলার শক্তি,
তবুও তুমি করোনি আক্ষেপ, রেখেছো প্রভুর প্রতি ভক্তি।
তুমি মাথা উঁচিয়ে বাঁচো,
আকাশ চিরে ভয়কে করো জয়!
সূর্য ছোঁয়ার প্রয়াস তোমার
পৃথিবীর প্রাণ তুমি ময়!
তোমাতে নেই কোন মিথ্যা,
নেই কোনো জয় পরাজয়,
পশে আছো তুমি বুকে নিয়ে অভয়!
বৃক্ষ, তুমি কি তাদের চেন?
যারা সত্যকে ভয় পায়,
হিংসা-বিদ্বেষ মান-অভিমান যুদ্ধ-বিদ্রোহ যাদের পরিচয়।
বৃক্ষ, তুমি বুকচিতিয়ে লড়ো কার জন্য ?
কার প্রাণ সঞ্চারের নিয়েছো দায়িত্ব?
কার শক্তি যোগাও তুমি?
কার জন্যই বা নিজেকে করেছো উস্বর্গ ?
বৃক্ষ, তোমার ভালোবাসা অম্লান!
চিরস্থায়ী তুমি, শত অভাবেও ফুরাবেনা তোমার দান!
বৃক্ষ, তুমি মহান! তুমি মহান!
আরো bangla kobita পড়ুন এখানে