Shopnobilap
Shopno Bilap

আগের তুমি কে চাই

আমি অনেক ভালোবাসি তাকে। আমি যখন ক্লাস ৭ এ পড়ি, তখন ওর সাথে আমার ফেইসবুক এ পরিচয়, তার পর আমাদের কথা হয়, আমি জানতামই না যে আমার বাসা থেকে কিছু দূর তার বাসা । কখন যে ভালোবেসে ফেলেসি বুঝতে পারিনি। প্রপোজ আমিই ওকে করেছিলাম । তার মূল্যে তা ও পেয়েছি, ভালোবাসা পাওয়া বলতে, আমি ওকে নিয়ে অনেক সুখি, সব টুকু ভালোবাসা পেয়েছি আমি ওর কাছে । ও এমন একটা মানুষ যে, আমি এমন কাউকে আর কোনো দিন ও পাবো না । তাই ওকে হারাতে ও চাই না ।

আমি যত টুকু জানি, আজ পর্যন্ত আমি ব্যাতিত অন্য কোনো মেয়ের সাথে হাই, হ্যালো পর্যন্ত বলেনি সে, আর আমাদের ৫ বছরের সম্পর্কে, কোনো দিন কোনো মেয়েকে নিয়ে আমাদের মধ্যে ঝগড়া ও হয়নি । খুব বেশি না মাত্র ১০ মিনিট দুরুত্বের পথ আমার বাসা থেকে ওর বাসা । প্রতিদিন ২বার দেখা করে আস্ত আমার সাথে, এমন কি আমি যখন বাহিরে যেতাম, তখন ও আমাকে দেখার জন্য ছুটে আসতো, এতটাই ভালোবাসতো যে রোড বৃষ্টি কোনো কিছুই তার বাধা ছিল না । আমার খুব ভালো করে মনে আছে , বৃষ্টির পর ও আমার বাসার সামনে আসে দাঁড়াতো, আমি বারান্দায় আসে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম । দেখতাম বৃষ্টির পানি থেকে বাঁচাতে ভাঁজ করতে প্যান্টের শেষ রুক্ষ ও করে পারেনি, একদম কাক ভেজে হয়ে আছে, তবুও এতটুকু বিরক্তি নেয় ওর মুখে ।

রাতের পর রাত আমার সাথে কথা বলছে ও, আমি একটু ঘুমিয়ে পড়লে ও খুব রাগ করতো । আমার সাথে কথা বলার জন্য কি না করেছে সে, না খেয়ে থেকেছে, টাকা ধার করে ফোনে তুলেছে আর ও অনেক কিছু, এমনকি অসুস্থ থাকলে ও আমার সাথে যেন ওর দেখা করতে হবে, কথা বলতে হবে । এভাবে প্রায় ৩বছর কেটে যায়, আমি কেন জানিনা এতটা সিরিয়াস ছিলাম না, তাই ব্রেকাপ করে দিয়েছিলাম । সেই মুহূর্তে আমি দেখিছি কতটা কষ্ট পেয়েছে সে, অনেকের কাছেই আমার জন্য কান্না করতো, আমার ভয়েস টা শুনার জন্য আমার আম্মুর কাছে কত অনুরোধ করতো ।

এভাবে প্রায় ১ বছর কেটে যায়, ওর সাথে আমার আবার কথা বলা শুরু হয়, সম্পর্কটা আবার আগের মতো হয়ে উঠে। এই একবছরে কোনো কিছুই চেঞ্জ হয়নি তার, বরং আগের চেয়ে ভালোবাসাটা অনেক গুন বেড়ে গিয়েছে । সব কিছু ভেবে চিনতে আমরা কাউকে না জানিয়ে ১০ই জুলাই, ২০১৯ সালে বিয়ে করি। এখন পর্যন্ত কেউ জানেনা যে আমাদের বিয়ে হয়েছে । আমি ওর প্রতি অনেক সিরিয়াস ছিলাম, যখন ও আমাকে অনেক ভালোবাসতো, আমার জন্য পাগলের মতো করতো । আমি তাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক, অনেক, কিন্তু এখন আমি তাকে আমার জীবনের চেয়ে ও বেশি ভালোবাসি, তার কোনো কথায় খারাপ লাগলে কান্না ধরে রাখতে পারি না । এখন আমি তার স্ত্রী, তাকে সারা জীবন এভাবেই কাছে পেতে চাই । অনেক ভুল করেছি আমি, অনেক কষ্ট দিয়েছি আমি, তুমি আমাকে ক্ষমা করে দিয়ো, তুমি আবার আগের মতো হয়ে যাও প্লিজ! আমি আর কোনো দিন তোমায় কষ্ট দিবোনা, এমন ভুল করবোনা।

5/5 - (2 votes)

স্বপ্ন বিলাপ

x