Shopnobilap
তোমার কাছে শেষ চিঠি
তোমার কাছে শেষ চিঠি

তোমার কাছে শেষ চিঠি

প্রিয় রিহান,

কেমন আছো আজ আর তা জানতে চাইবো না ,হয়তো ভালো আছো, খুব সুখেই আছো। অনেক দিন পর আজ আবার লিখছি তোমায় নিয়ে। এটিই হয়তো তোমাকে লিখা আমার শেষ চিঠি। কত কথা, কত স্মৃতি, কত স্বপ্ন ছিল আমাদের।কিন্তু ভাগ্যের কি নির্মম  পরিহাস সবকিছুই এখন অতীত। প্রায় ১ বছর হতে চললো তোমার সাথে কথা হয় না, দেখা হয় না, বলতে গেলে কোনো যোগাযোগই নেই.. অথচ একটা সময় ছিল এই তুমি যে আমাকে ছাড়া থাকতে পারতে না… হাজার ঝগড়া হলেও তুমি আমাকে মানিয়ে নিতে, আমার রাগ-জিদ সব টা সহ্য করতে। আমার চেয়েও তুমি বেশি আমাকে ভালোবাসতে। আমার প্রতি তোমার কেয়ারিং, তোমার valobashar onuvuti গুলো মনে হলেই কষ্টের মাত্রাটা বেড়ে যায়, চোখের পাতাগুলো ভিজে উঠে। কত বার ভেবেছি তোমায় আর মনে করবো না, তোমায় ভেবে কষ্ট পাব না কিন্তু না আজও তোমায় ভুলতে পারি নি। বড্ড মিস করি তোমাকে, তোমার সাথে কাটানো স্মৃতি গুলো কে.. মাঝে মাঝে তোমায় খুব দেখতে ইচ্ছে করে, তোমার ওই কন্ঠ শুনতে ইচ্ছে করে। সেদিনও চাঁদনী রাতে বারান্দায় দাঁড়িয়ে তোমার কথা মনে করছিলাম আর তোমাকে অনুভব করছিলাম। আমাদের সম্পর্ক টা এভাবে শেষ হয়ে যাবে আমি সত্যি কখনও কল্পনা করি নাই।রাগ-অভিমান, ভালোবাসা, ঝগড়া-খুনসুটি সবকিছু মিলিয়ে ভালই চলছিল আমাদের সম্পর্ক।

হঠাৎ করেই একদিন তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে… অনেক বুঝিয়েও তোমাকে আর ফেরাতে পারলাম না। এমন কি আমার অপরাধ কি, কোথায় ভুল ছিল সেসব পর্যন্ত আমাকে বল নি, কোন কারণ না দেখিয়েই আমার থেকে অনেক দূরে চলে গেলে। আমি অনেক বার জানার চেষ্টা করেছি আমার অপরাধ কি ছিল, কি এমন অন্যায় ছিল যার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে হয়েছে, কেন সম্পর্ক রাখবা না ইত্যাদি ইত্যাদি? কিন্তু তুমি আমাকে কোন সঠিক উত্তর দাও নি, শুধু বলেছ আমাকে এখন আর ভাল লাগে না, আমি নাকি ব্যাকডেটেড, পুরাতন হয়ে গেছি। সত্যি কি আমি পুরাতন হয়ে গেছিলাম নাকি অন্যকিছু ছিল? আমি আজও জানি না তুমি আমাকে কেন ছেড়ে চলে গেছো… সত্যি জানি না আর এখন জানার ইচ্ছাও নাই….

হয়তো তোমার সাথে আর কথা হবে না, হয়তো আর কখনো দেখা হবে না। তারপরও তুমি আমার হৃদয়ের ক্যানভাসে অনন্তকাল থাকবে।তোমাকে ভুলে যাওয়া অনেক বেশি যন্ত্রণাদায়ক। এটা ঠিক যে, কাউকে না পাওয়া পর্যন্ত তাকে হারানোর কোন ভয় থাকে না। কিন্তু যদি একবার তাকে পাওয়া হয়ে যায়, তবে তাকে হারানোর ভয়টাই মুখ্য হয়ে দাঁড়ায়। আর আমার সে ভয় ই বাস্তবে রুপ নিল। আমি সবসময় তোমাকে হারানোর ভয় পেতাম আর আজ দেখ সত্যি সত্যি হারিয়ে ফেললাম তোমাকে। আমার কান্না হয়তো কেউ দেখবে না, আমার হৃদয় ভাঙ্গার শব্দ হয়তো কেউ শুনবে না তারপরও আমাকে বেঁচে থাকতে হবে,হাসিমুখে সবটা গ্রহণ করতে হবে… বিশ্বাস করো আমার কোন কষ্ট হবে না, যদি তুমি সুখে-শান্তিতে থাকো। কিন্তু যদি তুমি কষ্টে থাকো,তবে আমার অনেক কষ্ট হবে। তুমি যদি মনে কর আমাকে ভুলে গিয়ে তুমি ভালো থাকবে তাহলে আমার আর কিছু বলার নেই। শুধু তুমি ভাল থাকো। আমার শত কষ্ট হলেও তোমার ভাল থাকাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি একটা কথা বিশ্বাস করি আর সেটা হলো, “ভালোবাসা মানে ভালো চাওয়া”। আমি ও তোমার ভালো চাই। তোমাকে ভালোবাসি বলে সুখী দেখতে চাই… কারন আমি তোমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি।

তোমাকে নিয়ে কত স্বপ্নই না দেখেছিলাম, সুন্দর একটা সংসার সাজাতে চেয়েছিলাম। কিন্তু হল না, আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। একদিন তুমি ই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলে, জীবনটাকে উপভোগ করতে শিখিয়েছিলে। অথচ আজ তুমি আমার পাশে নেই, সমস্ত স্বপ্ন ভেঙ্গে দিয়ে চলে গেছো আমায় একা করে। তোমাকে নিয়ে আমার জীবনটাকে আর সাজানো হল না। স্বার্থপরের মতো বড্ড একা করে চলে গেলা।

কোথায় যেন পড়েছিলাম “কোন কিছুর জন্য অপেক্ষা করা কষ্টকর এটা জানার পরও যে, সে কখনো তোমার হবেনা,তার চেয়ে আরো বেশি কষ্টকর যখন সে তোমাকে ছেড়ে চলে যায়, যাকে কিনা তুমি জীবনভর চেয়েছিলে”। আমার কষ্টই যদি তোমার সুখ হয় তবে সেই কষ্ট আমি নীরবে সয়ে যাবো। আমাকে নিয়ে আর কখনো তোমাকে ভাবতে হবে না, কষ্ট পেতে হবে না। আমি শুধু এইটুকু বলবো, আমার নিজের অজান্তে তোমাকে যদি কখনো কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও আমাকে। পারবে না বলো আমাকে ক্ষমা করতে?

আমার জীবনে তুমি দীপ হয়ে এসেছিলে আর দীপালোকিত করে রেখেছিলে আমার স্বপ্নগুলো। কখনো ভাবিনি হঠাৎ কোন এক অজানা ঝড়ে আমার দীপ নিভে যাবে আর অন্ধকারময় হয়ে যাবে আমার জীবনটা। আমার স্বপ্ন গুলো আর কখনো আলোর মুখ দেখবে না। ভালো থেকো তুমি।দোয়া করি জীবনে অনেক বড় হও, নিজেকে প্রতিষ্ঠিত কর।আর কখনো যদি আমায় মনে পড়ে তবে রাতের আকাশে উজ্জ্বল তারার দিকে চেয়ে দেখো, আমাকে তুমি খুঁজে পাবে। তোমার আশেপাশে কোথাও না কোথাও আমি আছি ছায়া হয়ে।

আমি দূর থেকে তোমায় ভালোবেসে যাবো।

ইতি

কেউ না……………

মনের রং মেশানো Bangla Chithi পড়ুন এখন থেকে ।

4.2/5 - (9 votes)
x