পাগলী বউ
বিয়ের কিছুদিন আগে।
ছেলে: এতো জরুলী ডাকেছো কেনো বলো?
মেয়ে: একটা থাপ্পড় খাবি! আগে তো জিজ্ঞাস করো আমি কেমন আছি? কাঁদো কাঁদো মুখ করে কেনো বসে আছি।
_ এইযে কানে ধরছি, আমার অনেক বড়ো ভুল হয়েছে। সত্যি তো মুখু শুখিয়ে বসে আছো কেন? কি হয়েছে?
_ কিছু না, এমনি,
_ বলই না, রাগ করছো কনো?
_ বলবো না যা!
_ আচ্ছা সরি তো! এবার তো বলো?
_ জানিনা, আমার চকলেট কোই?
_ নাই!
_ দে বলছি! নাইলে কান্না করবো কিন্তু!
_ দেবোনা, কি করবি?
_ কামড় দেবো !
_ তোর দাঁতে ময়লা, দাঁত ব্রাশ করে আয় আগে।
_ কুত্তা ! তোর সাথে আর কোথাই নাই যা..
_ পাগলী টা ! তুমি তো জানোই আমি চকলেট ছাড়া তোমার সাথে দেখা করতে আসিনা। প্লিজ! আর রাগ করেনা, এদিকে দেখো।
_ কি?
_ কি হয়েছে তোমার, মন খারাপ কনো?
_ আগে চকলেট দাওয় তারপর বলছি।
_ নাওয়, এবার তো বলো?
_ খেয়েনি তারপর বলছি।
_ কিহলো?
_ কিছুনা তো, এইটার জন্যই মন খারাপ ছিল !
_ আমি আরো একটা জিনিস এনেছি, খাবি?
_ দাওয় দাওয়…!
_ মার্ ! কোথায় নিবি বল?
_ আওউ…. মেরোনা রে, আমি ব্যথা পাবো যে।
_ এটা মার্ নারে পাগলী ! এটা ছিলো আদর !
_ এই কিকরছো, হাতটা ছাড়ো ! এইটা পার্ক।
_ ওহ পার্ক নাহ ! আমি ভাবলাম আমাদের বেডরুম।
_ ধ্যাৎ, ফাজিল ছেলে ! এখন একটু মনোযোগ দিয়ে শোনো, সত্যি একটা জরুলী কথা আছে।
_ বলো, শুনছি তো।
_ মা বলছিলো, আমাদের বিয়ের নাকি আর খুব বেশিদিন নাই, তাই এখন থেকেই টুকটাক কিছু কেনাকাটা শুরু করতে।
_ হুম, এখনো এক মাস ছয় দিন সময় আছে। তো এতো আগেই আলু পটল কিনে রাখলে নষ্ট হয়ে যাবে নাহ?
_ ফাজলামি করোনা তো !
_ চলো পালিয়ে বিয়ে করি?
_ কনো, কোন দুঃক্ষে?
_ তাহলে আর কোনো ঝামেলা থাকলো না, বিয়ে শেষে আম্মার কাছে গিয়ে বলবো, মা আমরা বিয়ের কাজ সেরে ফেলেছি তোমরা আর কোনো টেনশন করো না।
_ মার্ খাইছিস?
_ নাহ, কে মারবে?
_ আমি, তোর গলা টিপে দেবো, তোর চুল ধরে ঝাকাবো !
_ হুম, সে দেখা যাবে, কে কাকে মারে ! এখন বলো কি কেনাকাটার কথা বলছিলে?
_ আরে সেটাই তো, কিদিয়ে কেনাকাটা শুরু করা যায় সেইটা নিয়ে আলোচনা করার জন্যই তো তোমাকে ডাকলাম।
_ আমি কিছু জানি না, তোমার যা মনে চায় করো।
_ আমিও তো কিছু বুঝতে পারছিনা।
_ কিছু বুঝতে হবেনা, আর কিছু দিন যাক।
_ ওহ, আরেকটা কথা !
_ হুম বলো?
_ বিয়ের পর আমাকে একটা বিড়াল ছানা এনে দিয়ো রে !
_ কেনো, বিড়াল ছানা দিয়ে কি করবে?
_ তুমি যখন বাসায় থাকবেনা তখন আমি ওই বাড়াল ছানাটার সাথে খেলবো !
_ আচ্ছা বিয়ের পরেও কি তুমি এমন পাগলী থাকবে?
_ কেনো, তোমার কি আমাকে ভালো লাগেনা?
_ তা কখন বললাম?
_ ভালো নালাগলেও কিছু করার নাই, আমি এমনি !
_ কেমন?
_ তা জানিনা, তবে তোর ঘারে চোরে তোর ঘার মটকাবো…. হাঃহাঃহাঃ !
_ পাগলী ! তুই এমন বলেই তো তোকে এতো ভালোবাসি !