Shopnobilap
Shopno Bilap

পাঁজরে পুষ্পের ঘ্রান

তোমাকে বলবো বোলে তারকাটা, পাথুরে জলের হিম,

মৃত্যু. রক্ত লাশ. এই ধংশের শ্মশান ডিঙিয়ে এলাম,

তোমকে বলবো বোলে।

পাঁজরে পুষ্পের ঘ্রান জ্ব’লে আছে ক্ষুধার মতোন,

ক্ষুধা তো বেঁচে থাকার অন্য নাম।

তোমার আমার এই দূরত্বের মাঝে সেই ক্ষুধার পাথর-

তুমি তাকে প্রেম বলো, স্বপ্ন বলো, লোকে বলে মলিন বিরহ।

তোমাকে বলবো বোলে জলকষ্ট, নিদ্রাহীন রাত

মানুষের শ্বাপদ-স্বভাব মাখা লোভাতুর দাঁতের কৌশল,

আমি তৃষ্ণার অপূর্ন ওষ্ঠ থুয়ে এসেছি পেছনে।

জীবনের তিন ভাগ অনাহার নিয়ে একটি জঠরে

যে-মানুষ পাঁজরে পুষ্পের ঘ্রান পুষে রাখে প্রেমের মতোন

আমি তার স্বপ্নের শিয়র থেকে উঠে এখানে এসেছি

তোমাকে বলবো বোলে।

তোমাকে বলবো বোলে কষ্ট, ধংশ ক্ষয়. লেলিহান ক্রোধ

তামাটে মাটির গন্ধ বুকে এই ধংশের কবর ডিঙিয়ে এলাম

শুধু তোমাকে বলবো বোলে, ভালোবাসা প্রিয়মুখ

তোমাকে বলবো বোলে।

২০/১১/১৯৭৭

মোংলা বন্দর

Thanks for Recommend!

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

Add comment

x